×

অর্থনীতি

নগদের পুরোনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

নগদের পুরোনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না

ছবি: সংগৃহীত

   

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক নিয়োগের কারণে পুরোনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রশাসক বদিউজ্জামান দিদার জানান, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন।

তিনি জানান, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় নিরীক্ষা করা হবে। এছাড়া কারো চাকরী যাবে না বলেও জানান প্রশাসক।

আরো পড়ুন: ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

সদ্য নিয়োগ পাওয়া এ প্রশাসক আরো জানান, গত ৫ বছরে তিন লাখ রিটেইলসহ সাড়ে ৯ কোটি গ্রাহক সৃষ্টি করেছে নগদ। আগামী এক বছরে এ সংখ্যাটা ১৫ কোটির মাইলফলকে নিয়ে যেতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিককে নগদ অ্যাকাউন্ট খোলার অনুরোধও জানাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক বিভাগের লোগো ফিরে আসবে কি না, তা এখনই বলা যাবে না। তবে আমি মনে করি এটা ফিরিয়ে আনা উচিত।

সরকার পরিবর্তনে নগদে ঝাপটা লাগলো কেন এমন প্রশ্নের জাবাবে বদিউজ্জামান দিদার বলেন, পাঁচ বছরে এ অবস্থান। কারো না কারো রোষানলে পড়তে হয়েছে। ব্যবসায়ে প্রতিযোগিতার হিংসা থাকবেই। অপপ্রয়াস ছিল হয়তো। তবে মানুষের আস্থা হারানোর মতো কিছু ঘটেনি নগদে। এটা একটা রিউমার। সেজন্য সরকার পরিবর্তন এনেছে হয়তো।

ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক বিভাগের পরিচালক (পরিকল্পনা) মো. আবু তালেব, নির্বাহী পরিচালক শাফায়েত আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App