জিডিপি প্রবৃদ্ধি বাড়ল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম

জিডিপি প্রবৃদ্ধি বাড়ল। ছবি: সংগৃহীত
বিদায়ী অর্থবছরে দেশীয় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গণমাধ্যমকে এ তথ্য জানায়।
এর আগে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬ দশমিক ১ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। বিবিএসের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে মাত্র ২ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়, অর্থাৎ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১৬৬ শতাংশ।
আরো পড়ুন: ৬ দিনেও রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
বিদায়ী অর্থবছরে তৃতীয় প্রান্তিকে শিল্প, সেবা ও কৃষি-সব খাতেই প্রবৃদ্ধির হার আগের চেয়ে বেড়েছে। ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে।