বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
অ্যাপল-মাইক্রোসফটকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া। গত মঙ্গলবার (১৮ জুন) তাদের শেয়ারের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে ওঠে যুক্তরাষ্ট্র-ভিত্তিক চিপ নির্মাতা সংস্থাটি।
গত মঙ্গলবার এর শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৬ ডলারে পৌঁছায়। ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা।
বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার এবং অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার কোটি ডলার।
আরো পড়ুন: বাইডেনের সমালোচনা করায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বাতিল
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ ধরনের যন্ত্রে ব্যবহৃত চিপকে ‘প্রযুক্তি খাতের নতুন সোনা বা তেল’ বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এ ধরনের চিপের চাহিদা বাড়ার কারণেই এনভিডিয়ার শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
কোপেনহেগেনে একটি অনষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেছেন, জেনারেটিভ এআই যাত্রা বিশ্বজুড়ে ব্যবসা এবং টেলিযোগাযোগকে সত্যিই বদলে দিচ্ছে। আমরা এর প্রারম্ভিক পর্যায়ে রয়েছি।