মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৩:৪৩ পিএম

ফাইল ছবি
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরেও একই নির্ধারণ করা হয়েছিল। তবে পরে লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় ৭ দশমিক ৫ শতাংশ।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব তথ্য জানান।
চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি। বিদায়ী মে মাসে যা ছিল ১০ শতাংশের কাছাকাছি।
এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
এবার বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম এবং ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।