×

অর্থনীতি

বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলওর বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলওর বৈঠক

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি এবং আইএলওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন

   

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেনের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইএলও এর প্রতিনিধি দলে ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো, প্রোগ্রাম এবং অপারেশন অফিসার লিনিয়া স্ট্র্যান্ড এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বিজিএমইএ নেতাদের সঙ্গে আইএলও এর নেতৃত্বে চলমান উদ্যোগসমূহের অগ্রগতি, বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাক কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে শিল্পের আরো বিকাশের জন্য, ডিউ ডিলিজেন্স ডাইরেকটিভ এর মতো আসন্ন প্রবিধানগুলো অনুসরণ করা এবং কর্মীদের কল্যাণ বাড়াতে কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে আইএলও এবং বিজিএমইএ এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুন: ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার অনুরোধ ডিএসই চেয়ারম্যানের

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু) এবং বিজিএমইএর শ্রম ও আইএলও বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন।

আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সোশ্যাল ও টেকনিক্যাল অডিটের জন্য শিল্পে সর্বজনস্বীকৃত একটি সমন্বিত আচরণবিধি (ইউনিফাইড কোড অব কনডাক্ট) প্রণয়নের প্রয়োজনীয়তা অন্যতম। বৈঠকে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সব স্টেকহোল্ডারদের সুবিধার্থে এ ধরনের একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেয়ার জন্য আইএলওকে আহ্বান জানান।

তিনি পোশাকের ন্যায্য ন্যূনতম মূল্যের উপর জোর দিয়ে আরো বলেন, মূল্য নির্ধারণের এই ধরনের ব্যবস্থা ছাড়া শিল্প দীর্ঘমেয়াদে টেকসই হবে না। বিজিএমইএ সভাপতি শ্রমঘন পোশাকখাতে ন্যায্য মূল্যের উপর গুরুত্বারোপ করে আইএলওকে বৈশ্বিক ফোরামে এবং ক্রেতাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে তাগিদ দেয়ার জন্য আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App