×

অর্থনীতি

ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১২:৪১ পিএম

ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ
   
দেশের ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ১৩৯টি উপজেলায় নতুন করে ভ‚মি অফিস এবং ৫০০টি ইউনিয়ন ভ‚মি অফিস নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশের ভ‚মির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ভ‚মি মন্ত্রণালয় জমির মালিকানা সংক্রান্ত্র হালনাগাদ তথ্য, ভূমির রেকর্ড সংরক্ষণ, খাজনা আদায়, খাস জমি ব্যবহার, পরিচালনা, ভ‚মি নীতিমালা বাস্তবায়নসহ ভূমি সংক্রান্ত্র সব কার্যক্রম পরিচালনা করে। কিন্তু দেশের ভূমি অফিসগুলো পুরনো ও জরাজীর্ণ হওয়ায় মূল্যবান রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। জনসাধারণকে সঠিক সেবা দেয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে দেশের ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য ও অরাজকতা বন্ধ করাসহ এর আধুনিকায়নের যে দাবি উঠেছে তা বাস্তবায়নে সরকার এ উদ্যোগ নিয়েছে। ভূমি মন্ত্রণালয় দেশের ভ‚মি ব্যবস্থাপনার পদ্ধতির উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব) (সংশোধিত) প্রকল্প জমা দিয়েছে। সংশোধিত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৪৬ কোটি ৭৮ লাখ টাকা। আগে ব্যয় ধরা হয়েছিল ৫৩৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের পুরো টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে। এটি ভ‚মি মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে। প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দীর্ঘদিনের দাবি। সরকার এ লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে ১৩৯টি উপজেলা ভূমি অফিস এবং ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হবে। প্রয়োজনীয় অফিস সরঞ্জাম, আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্রও কেনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App