
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৩১ এএম
আরো পড়ুন
মূলধন বাড়ানোর ঘোষণা কেয়া কসমেটিক্সের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৩:৪৭ পিএম
অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স।
কোম্পানিটি পরিচালনা পর্ষদ এই মূলধন একহাজার কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার কোটি টাকায় করার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
আগের দিন পর্ষদসভায় এই সিদ্ধান্তের পাশাপাশি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশও ঘোষণা করা হয়।
২০ শতাংশ বোনাস লভ্যাংশের অর্থ হলো প্রতি ১০০ শেয়ারে ২০টি করে নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।
এদিকে লভ্যাংশ ও অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণার মধ্যে কেয়া কসমেটিক্সের শেয়ারেরর দর আগের দিনের চেয়ে ৫০ পয়সা বেড়ে বৃহস্পতিবার বেলা ১টা ১৬ মিনিট নাগাদ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
বেলা ২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে পঞ্চম অবস্থানে থাকা কেয়া কসমেটিক্সের ২১ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের মোট ৪০ লাখ ৮৪ হাজার ৩৪৩টি শেয়ার হাতবদল হয়েছে।
জুনে সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৫ টাকা ৩৭ পয়সা।
অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন নেওয়া হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির এই কোম্পানি আগের বছর ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স।
কোম্পানিটি পরিচালনা পর্ষদ এই মূলধন একহাজার কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার কোটি টাকায় করার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
আগের দিন পর্ষদসভায় এই সিদ্ধান্তের পাশাপাশি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশও ঘোষণা করা হয়।
২০ শতাংশ বোনাস লভ্যাংশের অর্থ হলো প্রতি ১০০ শেয়ারে ২০টি করে নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।
এদিকে লভ্যাংশ ও অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণার মধ্যে কেয়া কসমেটিক্সের শেয়ারেরর দর আগের দিনের চেয়ে ৫০ পয়সা বেড়ে বৃহস্পতিবার বেলা ১টা ১৬ মিনিট নাগাদ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
বেলা ২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে পঞ্চম অবস্থানে থাকা কেয়া কসমেটিক্সের ২১ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের মোট ৪০ লাখ ৮৪ হাজার ৩৪৩টি শেয়ার হাতবদল হয়েছে।
জুনে সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৫ টাকা ৩৭ পয়সা।
অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন নেওয়া হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির এই কোম্পানি আগের বছর ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।