×

অর্থনীতি

‘ট্যাক্স আইডি কার্ড’ পেতে করদাতাদের ভিড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০৪:২১ পিএম

   
আয়কর মেলার তৃতীয় দিন সপ্তাহিক ছুটি থাকায় করদাতাদের উপচেপড়া ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে আগারগাঁওয়ের এনবিআর ভবন। মেলায় সব ধরনের সেবা কেন্দ্রে ভিড় থাকলেও এ বছর নতুন করে চালু হওয়া ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’র ডেস্কগুলোতে দেখা যায় অতিরিক্ত ভিড়। রিটার্ন জমা দেওয়া করদাতাদের সবাই কার্ড পাওয়ার চেষ্টা করলেও লাইনে দাঁড়াতে না পেরে ফিরে গেছেন অনেকেই। প্রতিবছরের মতো এবারও নভেম্বরের প্রথম দিন থেকে ঢাকাসহ ৫০টি জেলা ও ৭টি উপজেলাসহ ৫৭টি স্থানে শুরু হয়েছে আয়কর মেলা। ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে মেলা চলবে। জেলাশহরগুলোতে চার দিন হবে এই মেলা। সকালে আগারগাঁওয়ে মেলার দ্বার খোলার আগেই করদাতা ও সেবাগ্রহীতারা সেখানে ভিড় জমান। আয়করের টাকা জমা দেওয়া, রিটার্ন দাখিল, বিভিন্ন ফরম পূরণ করা, কর পরামর্শ কেন্দ্র, কর বিরোধ নিষ্পত্তির জন্য আপিল ডেস্কসহ এনবিআরের যাবতীয় সুবিধা রয়েছে আগাঁরগাওয়ে মেলার ভিতরে। এনবিআরের কর অঞ্চল-১ এর একজন কর্মকর্তা জানান, গত দুই দিনে ১৭ হাজারের মতো মানুষ মেলায় এসেছিলেন। “শুক্রবার সকালে জুমার বিরতির আগেই গত দুই দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে আমাদের ধারণ। সবচেয়ে বেশি ভিড় হয়েছে ট্যাক্স আইডি কার্ডের ডেস্কগুলোতে। মানুষজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে এই কার্ড সংগ্রহ করেছেন।” কর কর্মকর্তা সাজিদুল বলেন, “ভিড় বেড়ে যাওয়ায় কর্মকর্তারা শৃঙ্খলা ব্যবস্থাও জোরদার করেন। লাইন অমান্য করে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ একজন ঢুকে পড়লে যেই বিশৃঙ্খলা হবে তা সামাল দেওয়ার সামর্থ্য কারও নেই।” দুপুরে ট্যাক্স আইডি কার্ড সংগ্রহের লাইনগুলো লম্বা হতে হতে মেলার ভিতরে তিনবার চক্রাকারে ঘুরে আসে। দীর্ঘ লাইন দেখে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়ি ফিরতে বাধ্য হন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর কার্ড হাতে পান করদাতা মাহমুদুল হাসান ও রাশেদুল ইসলাম। এই দুই ব্যাংক কর্মকর্তা বলেন, সকাল সাড় ১০টার দিকে এসে কর রিটার্নের কাগজপত্র জমা দিয়ে তারা স্মার্টকার্ড সংগ্রহের স্লিপ নিয়েছেন। “স্মার্টকার্ডের লাইনে দাঁড়াতে গিয়ে দেখি দীর্ঘ লাইনটি একই স্থান দিয়ে তিনবার ঘুরে গেছে। তবুও সাহস করে দাঁড়িয়ে গেলাম। প্রায় দুই ঘণ্টা পর কার্ড হাতে পেয়েছি,” বলেন রাশেদুল। দুপুরে জুবায়ের আহমেদ নামের এক করদাতা লাইন ভেঙে সরাসরি ভেতরে ঢুকতে চাইলে তাকে বাধা দেন দায়িত্বরত স্কাউট সদস্য ও এনবিআর কর্মীরা। জুবায়ের জানান, লাইনের শেষ মাথা খুঁজে পেতে তিনি পরপর দুইবার পুরো মেলা এলাকা ঘুরেছেন। কিন্তু শেষ খুঁজে পাননি। পুরুষের লাইন অনেক বড় হলেও নারীদের লাইনে ভিড় ছিল না। তবে অনেক নারীকেই পুরুষের দীর্ঘ সারিতে দাঁড়াতে দেখা যায়।   দুপুরে জুমার নামাজের জন্য মেলার কার্যক্রম ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দেওয়া হয়। তবে স্মার্ট কার্ড বিতরণ বিকাল ৫টায় মেলা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। স্মার্ট কার্ডের প্রকল্পটি তৈরির সঙ্গে যুক্ত কর কর্মকর্তা কানন কুমার রায় জানান, এ বছর মাত্র চারদিনের প্রস্তুতি কিউআর কোড বসানো এই কার্ড চালু করা হয়েছে। এনবিআরের সেবাকে কাগজপত্র মুক্ত করার পরিকল্পনার অংশ হিসাবে এই কার্ড। ভবিষ্যতে এর সঙ্গে আরও সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। “ন্যাশনাল আইডি কার্ডের ডেটাবেইজ থেকে করদাতাদের তথ্য সংগ্রহ করে এই কার্ড তৈরি করা হয়েছে। জটিলতা কম থাকায় মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে করদাতাদের কার্ড সরবরাহ করা যাচ্ছে,” বলেন কানন কুমার। এনবিআরের তথ্যমতে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সারা দেশে রিটার্ন দাখিল করেছেন ৩৯ হাজার ৩৫১ জন করদাতা। প্রথম দুই দিন মিলিয়ে রিটার্ন দাখিল করেছেন ৭০ হাজার ৩৯২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App