×

অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.০৩ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৫:৪২ পিএম

জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.০৩ শতাংশ

প্রতীকী ছবি

   

চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম।

বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির পাক্কালন করা হয়েছে ৬.০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।

চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের সেইদিকে এসে আর্থিক টানাপোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ নামি আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে। গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ১০ শতাংশ।

এদিকে, ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৩ মার্কিন ডলারের মতো দাঁড়িয়েছে।

২০২১-২২ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে।

সাধারণত টাকার অংকের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে হাত দিয়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছর আগে যা ছিলো ৮৬ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App