রিজার্ভ নেমেছে ৩৯ বিলিয়ন ডলারের নিচে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ পিএম
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের প্রবাহ বেড়েছে। সেই সঙ্গে আমদানি ব্যয়ও হ্রাস পেয়েছে। তবুও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন বা রিজার্ভের ওপর চাপ কমছেই না। এরই মধ্যে তা নেমে ৩৯ বিলিয়ন ডলারের নিচে গিয়ে ঠেকেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯১ বিলিয়ন ডলারে। গত সপ্তাহের শেষ কর্মদিবসে তা ছিল ৩৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।
চলতি বছর জুলাইয়ের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এ নিয়ে প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো তা এত নিচে নামে। সেসময় রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।এরপর থেকে কমছে তো কমছেই।