×

অর্থনীতি

পুরনো বিআইএন বাতিল ৩১ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ১১:৪০ এএম

পুরনো বিআইএন বাতিল ৩১ মার্চ
   
আগামী ৩১ মার্চ শেষ হবে অনলাইনে ব্যবসা শনাক্তকরণ নম্বর (ই-বিআইএন) গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষিত সময়সীমা। সংস্থাটি আগেই জানিয়েছে নির্দিষ্ট সময়ের পরে পুরনো পদ্ধতিতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় করা হবে না। অথচ এরপরও আগের পদ্ধতিতে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ৯০ শতাংশ এখনো অনলাইন নিবন্ধনে রয়েছে। ফলে বাধ্য হয়ে নিবন্ধন না নেয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এনবিআর। এনবিআর সূত্র জানিয়েছে, নিবন্ধন না দেয়া প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে সম্প্রতি পুরান ঢাকায় একটি অভিযান পরিচালনা করেছে এনবিআরের বিশেষজ্ঞ দল। অভিযানে অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের ভ্যাট নিবন্ধন দেখাতে পারেনি এনবিআরকে। তখন কয়েকটি প্রতিষ্ঠানকে সাময়িক জরিমানাসহ নিবন্ধনের নির্দেশ দেয়া হয়। মাঠপর্যায়ে এমন অভিযান জোরদার করতে একটি বৃহৎ পরিকল্পনা নিয়েছে এনবিআর। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তর এবং মাঠপর্যায়ের সব কমিশনারেটে পৃথকভাবে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে কাজ করছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) বিভাগ। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে একটি রিজার্ভ ফোর্স গঠনের প্রক্রিয়াও চলছে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, অনলাইন পদ্ধতিতে ভ্যাট আদায় বাস্তবায়ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনবিআর। আগামী মাসের শুরু থেকে ভ্যাটের সব কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা হবে। বারবার সময় বৃদ্ধি করে সব প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধনের প্রচেষ্টা থাকলেও এখন পর্যন্ত ৯২ হাজার প্রতিষ্ঠান নতুন করে ভ্যাট নিবন্ধন নিয়েছে। ফলে পুরনো পদ্ধতিতে নিবন্ধন নেয়া ৮ লাখ ৭৪ হাজার প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান এখনো অনলাইন ভ্যাট নিবন্ধনের বাইরে রয়ে গেছে। এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে এবং ভ্যাট ফাঁকি রোধ করতে টাস্কফোর্স গঠন করে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাট নিবন্ধনের বাইরে থেকে ফাঁকি দেয়া প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির বাইরে ভ্যাট বিভাগের নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তরও সারা দেশের ২৫টি কমিশনারেটে তিন-চারজন কর্মকর্তা নিয়ে উপকমিটি গঠন করা হয়েছে। মাঠপর্যায়ে ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযানের মাধ্যমে অনলাইনে নিবন্ধন না নেয়া প্রতিষ্ঠানগুলো খুুঁজে বের করবে এ কমিটি। এনবিআর সূত্র বলছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার গ্রহণ, ভ্যাট রিটার্ন জমা দেয়া ও অর্থ পরিশোধসহ ভ্যাটের সব ব্যবস্থা অনলাইনে করার পরিকল্পনা নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ প্রণয়ন করা হয়েছিল। আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এনবিআরের সক্ষমতা বাড়াতে ৫৫১ কোটি টাকা ব্যয়ে ভ্যাট অনলাইন প্রকল্পও হাতে নেয়া হয়। সব প্রতিষ্ঠানকে অনলাইনে সেবা দিতে গত বছরের মার্চ থেকে নতুন করে ই-বিআইএন কার্যক্রম শুরু করা হয়। শেষ মুহূর্তে আইনটি কার্যকর না হওয়ায় পুরনো আইনেই তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। প্রকল্পের বাজেট বাড়িয়ে এরই মধ্যে সফটওয়্যার সংযোজনের কাজও শেষ করেছে এনবিআর। অন্যদিকে গত বছরের ১৫ মার্চ থেকে সব শ্রেণির ব্যবসায়ীর জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হলেও এখন পর্যন্ত নিবন্ধিত হয়েছে ৯২ হাজার ৩৭৬টি প্রতিষ্ঠান। যদিও পুরনো বিআইএনে ৮ লাখ ৭৫ হাজার প্রতিষ্ঠানের তালিকা রয়েছে এনবিআরের কাছে। এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) ও ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক মো. রেজাউল হাসান বলেন, রাজস্ব আহরণে সুশাসন প্রতিষ্ঠা ও আহরণের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভ্যাট ব্যবস্থায় নিবন্ধন কার্যক্রমের ডিজিটাইজেশন জরুরি। এর কারণেই গত বছরের ১৫ মার্চ অনলাইনে নিবন্ধন নেয়া শুরু করে এনবিআর। অনলাইন প্রক্রিয়াটি নতুন আইন অনুযায়ী করার চিন্তা থাকলেও এখন তা সম্ভব হচ্ছে না। বিদ্যমান সনাতনী ভ্যাট ব্যবস্থায় প্রায় সাড়ে আট লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রতি মাসে ৯০ হাজারের মতো প্রতিষ্ঠান এখন রিটার্ন জমা দিচ্ছে। ফলে অনেক অস্তিত্বহীন নিবন্ধিত করদাতা যেমন রয়েছেন, তেমনি ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও অনেক করদাতা নিয়মিত দাখিলপত্র দেন না। সার্বিকভাবে এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন আইন বাস্তবায়ন না হলেও ১ এপ্রিল থেকে অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। এখন থেকে ভ্যাটের সব কাজ অটোমেশনে হবে জানিয়ে তিনি আরো বলেন, এনবিআর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ লক্ষ্যে আইনি পরিবর্তনের গেজেট প্রকাশ হলেই সব প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধন নিয়ে ভ্যাট পরিশোধ করতে হবে। নিবন্ধন না নেয়া প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকিবাজ হিসেবে চিহ্নিত হবে। কাস্টমসসহ সব প্রক্রিয়া অটোমেশন হওয়ায় নিবন্ধন না থাকলে আমদানি-রপ্তানি কাজেও অংশগ্রহণ করতে পারবে না এসব প্রতিষ্ঠান। প্রসঙ্গত, নতুন ভ্যাট আইন কার্যকরের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছরের জন্য শুধু ভ্যাট খাতে ৯১ হাজার ৩৪৪ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর, যা গত বছরের তুলনায় ৩২ দশমিক ৯৩ শতাংশ বেশি। যদিও এ খাত থেকে অর্থবছরের প্রথম সাত মাসে ৪৮ হাজার ৯০২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব এসেছে ৪১ হাজার ৫৪০ কোটি টাকা। আগের বছরের তুলনায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ খাতে লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App