×

অর্থনীতি

আমরা ইভ্যালির পুঁজি বাড়ানোর চেষ্টা করছি: বিচারপতি মানিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৩ পিএম

আমরা ইভ্যালির পুঁজি বাড়ানোর চেষ্টা করছি: বিচারপতি মানিক

ইভ্যালির রেঞ্জ রোভার গাড়ি। ছবি: সংগৃহীত

   

ইভ্যালির পুঁজি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গাড়ি নিলাম অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২ টায় আদালত গঠিত বোর্ড সদস্যরা এ নিলামের আয়োজন করেন। রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়। নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

নিলাম অনুষ্ঠানের পর আদালত গঠিত বোর্ড চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক সাংবাদিকদের বলেন, গাড়িগুলো ইভ্যালির কাজে ব্যবহৃত হতো, ইভ্যালির কর্মকর্তারা ব্যবহার করতেন। এছাড়া আরও অনেকে ইভ্যালির গাড়ি আটকে রেখেছে, যেটাকে আমরা চুরি বলতে পারি। তারা যদি রবিবারের মধ্যে গাড়ি ফেরত না দেয়, তাহলে আমরা পুলিশ পাঠিয়ে গাড়িগুলো উদ্ধার করব এবং নিলামে তুলব।

আমরা ইভ্যালির পুঁজি বাড়ানোর চেষ্টা করছি। তারপর আমরা পাওনাদারদের পাওনা শোধ করব। পাওনাদার কিন্তু অনেক, যারা তিন মাস বেতন পাচ্ছে না, অফিসের ভাড়া বাকি। এসব আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করব।

নিলামে ১৫ জন ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটির দর হাকিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দর হাকিয়ে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা হাকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

এদিন আদালত গঠিত বোর্ড সদস্যরা ইভ্যালির সাতটি গাড়ির নিলাম শুরু করেন। গাড়িগুলো হলো একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিয়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।

রেঞ্জ রোভার ছাড়া অন্যান্য গাড়িগুলোর মধ্যে টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের দুটি লকার ভেঙে মাত্র ২ হাজার ৫৩০ টাকা পাওয়া যায়। এ ছাড়া দেড় শতাধিক বিভিন্ন ব্যাংকের চেক বই পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App