চলতি বছরে ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ১০০ জনে পৌঁছেছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ৫৫ জনের মৃত্যু হয়েছে। এই মাসে এখন পর্যন্ত ১৩ হাজার ৭১৪ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মোট ১৪ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে, সিলেট বিভাগে শনাক্ত হয়েছে সবচেয়ে কম সংখ্যক ২৫ জন। সেখানে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ৫ হাজার ৯২৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৯ জন। বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু এবং ২ হাজার ৩৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। খুলনায় ৫ জনের মৃত্যু এবং ২ হাজার ১৪ জন রোগী পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু এবং ৬০৫ জন রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনা না থাকলেও যথাক্রমে ৪৭৯, ২৫৬, এবং ২৫ জন রোগী শনাক্ত হয়েছে।
আরো পড়ুন: লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জন মারা গেছেন এবং ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২৬ হাজার ৫৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময়ে মারা গেছেন মোট ১৩৮ জন।