×

ঢালিউড

নায়িকা নিপুণ এখন কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

নায়িকা নিপুণ এখন কোথায়

ছবি : সংগৃহীত

   

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরের উদ্দেশে আজ (১০ জানুয়ারি) শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে, ওই ফ্লাইটে যাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন এক রহস্যময় নারী, যার পরিচয় ছিল ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার।

নিপুণ আক্তারকে সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহজনকভাবে আটকে রাখা হয়। তার বেশভূষা, মেরুন মখমলের কোট, কালো প্যান্ট, কালো স্নিকার এবং কালো চশমা পরিহিত ছিল। সঙ্গী ছিল ল্যাভেন্ডার রঙের ককপিট লাগেজ এবং তার মাথা, গলা ও কান খয়েরি ওড়নায় বাঁধা ছিল। এরপর গোয়েন্দা পুলিশ তার পরিচয় শনাক্ত করে এবং বুঝে ফেলে যে তিনি আর কেউ নয়, ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। 

এসময় সিলেট ওসমানী বিমানবন্দরের এক সূত্র জানায় যে, নিপুণ আক্তার সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে আটকে দেওয়ার পর, ইমিগ্রেশন পুলিশ তাকে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিপুণ আক্তারকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। তবে সিলেট মহানগর পুলিশ তার নামে কোনো মামলা রুজু করেনি এবং তিনি নিশ্চিত করেছেন যে নিপুণ সিলেট বিমানবন্দরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

সূত্র মতে, নিপুণ আক্তারের সিলেট বিমানবন্দরে আটক হওয়ার পর ধারণা করা হচ্ছিল যে তিনি ৫ আগস্ট থেকে বাংলাদেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু আজকের ঘটনায় তা প্রমাণিত হয়েছে যে তিনি এখনও দেশেই ছিলেন।

নিপুণ আক্তার অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App