সোনারগাঁওয়ের শম্ভুপুরায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

সোনারগাঁওয়ে ওয়াজ ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নে পবিত্র মিরাজুন্নবী (সঃ) উপলক্ষে ভিটিকান্দী মদিনার কাফেলা সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী ) রাত ৮টার দিকে শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী এলাকায় বাইতুল নুর জামে মসজিদের পাশে মদিনার কাফেলা সংঘের উদ্যোগে ৫ম বার্ষিকী আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভিটিকান্দী বিশিষ্ট ব্যবসায়ী স মাজ সেবক মো. নজরুল ইসলাম (রুপচান)সরকারের সভাপতিত্বে ওই ওয়াজ দোয়া ও মাহফিলে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআয়ের পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো. বজলুর রহমান সিআইপি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তজাতিক ইসলামি স্কলারস মুনাজেরে সুন্নাহ ওয়াল জামায়ত, লেখক ও গবেষক এবং চট্রগ্রাম ইমাম আযম (রহ.) রিসার্চ সেন্টারে প্রতিষ্ঠাতা হযরত মাওয়ালানা শহিদুল্লাহ বাহাদুর।
মাহফিলে আরো বক্তব্য রাখেন, আল্লামা আবদুল মোস্তফা রাহিম আল আজহারী, বিশিষ্ট ইসলামিক তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি রুহুল আমিন নেছারী।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, ভিটিকান্দী এলাকারসহ দূর দূরান্তের মুসল্লীরা।
মাহফিল পরিচালনা ছিলেন, হযরত মাওলানা ইমাম হাসান। এতে হামদ ও নাত পরিবেশন করেন- ভিটিকান্দী বাইতুল নূর জামে মসজিদের পেশ ইমাম, হাফেজ মো.নাঈম হাসান। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন ভিটিকান্দী এলাকাবাসী।