মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

ছবি : সংগৃহীত
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় ব্যবহার করা হয় কয়েকশ হাতবোমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আক্তার শিকদারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এছাড়া সংঘর্ষের সময় বিস্ফোরিত হয় কয়েকশ হাতবোমা, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।