ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ চলছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন টিএনজেট পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টা পর্যন্ত মহাসড়কে প্রায় ১৬ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এদের দাবি, তিনমাসের বকেয়া বেতন রেখেই কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। তবে দফায় দফায় চেষ্টা করেও বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
সকাল ৯টার দিকে বিক্ষোভে নামেন গাজীপুরের টিএনজেট পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের মালিকের বাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তে থাকে যানজট। এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে যানবাহন চলাচল। এতে দিনভর মহাসড়কে আটকে পড়ে গণপরিবহনসহ যাত্রীরা।
আরো পড়ুন: বিজয়ীরা পাবে রাশিয়া ভ্রমণের সুযোগ
শ্রমিকদের অভিযোগ, তিনমাসের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মহাসড়কের দুপাশের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ময়মনসিংহ থেকে আসা ট্রাকচালকরা জানান, ‘সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহে তীব্র যানজট দেখা দেয়। তখন থেকেই আমরা যানজটে বসে আছি। আন্দোলনকারী শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। গাড়ি নিয়ে পেছনে ফিরে যাবো তারও কোনো সুযোগ নেই। তাই যানজট ভোগান্তিতেই বসে আছি।’
গাজীপুরে শিল্প পুলিশের সিনিয়র এএসপি মো. মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। মহাসড়কের দক্ষিণ দিকে টঙ্গীর কাছাকাছি যানজট গিয়ে ঠেকে। আমরা অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছি। এ ছাড়া মহাসড়কে অনেকগুলো ডাইভারসন আছে, সেগুলো দিয়ে চালক ও যাত্রীরা চলাচল করছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
শ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা শঙ্কায় সারাদিন বন্ধ ছিলো আশপাশের আরো ৫টি কারখানার উৎপাদন।