গাজীপুর জেলা কারাগারে সংঘাতে আহত ১৬

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুর জেলা কারাগারে কয়েদীদের সঙ্গে কারারক্ষীদের সংঘাতে তিন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা কারাগারের আশেপাশের মানুষ ব্যাপক গোলাগুলির শব্দ পায়।
এ ব্যাপারে কারাগার হাসপাতালের চিকিৎসক মাকসুদা জানিয়েছেন, সরকার পতনের খবর পেয়ে সকাল থেকে বন্দিরা তাদের মুক্তির জন্য বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা জেল গেটে জড়ো হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করতে রাবার বুলেট ছোড়ে। এতে ঘটনাস্থলে ১৩ জন বন্দি আহত হন। এছাড়া বন্দিদের সঙ্গে সংঘাতে তিন কারারক্ষীও আহত হন।
আরো পড়ুন: বেনজিরসহ দুর্নীতিগ্রস্ত পুলিশদের বিচারের দাবি পুলিশ সদস্যদের
চিকিৎসক মাকসুদা আরো জানান, ‘বন্দিরা বিদ্রোহ শুরু করলে তাদের দিকে রাবার বুলেট ছোড়া হয়। তারা অজ্ঞান হয়ে যায়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সবার জ্ঞান ফিরেছে। তাদের পুরো শরীরে রাবার বুলেটের আঘাত ছিল। কারো চোখে, কারো মাথায়, কারো পায়ে আঘাত। অনেকের ক্ষতস্থান সেলাই করতে হয়েছে।’ আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কাছেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কারাগারের নিরাপত্তা জোরদারে মূল ফটক ও এর আশেপাশে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গাজীপুর জেলা কারাগারের বেশিরভাগ মাদক ও হত্যা মামলার আসামি বলে জানা গিয়েছে।