×

অপরাধ

অনুগত ও তোষামোদকারীদের ৮৩০ প্লট উপহার দেন শেখ হাসিনা

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

অনুগত ও তোষামোদকারীদের ৮৩০ প্লট উপহার দেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

   

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে 'অসামান্য অবদানের' নামে নিজেদের ঘনিষ্ঠদের রাজউকের প্লট বরাদ্দ দিয়েছে। সবচেয়ে বেশি তা বরাদ্দ পেয়েছেন বিগত তিন সংসদের সাবেক সংসদ সদস্যরা। তাদের সংখ্যা অন্তত ২৫৬। 

এছাড়া ৩৯ সচিব, অন্তত ৩০ সাংবাদিক এবং ৩০ শিল্পী-সংস্কৃতি কর্মীও পেয়েছেন প্লট। তালিকায় আছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে। তাদের পরিচয় মূলত তারা প্রভাবশালী ও আওয়ামী লীগ সরকারের অনুগত অথবা তোষামোদকারী।

এমনকি শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত ১৫ গাড়িচালকও পেয়েছেন প্লট। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাও তা নিয়েছেন।

বিগত সাড়ে ১৫ বছরে এভাবে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে ‘অসামান্য অবদানের’ নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দেয়া হয় প্লট। রাজউক পূর্বাচল নতুন শহর, উত্তরা তৃতীয় প্রকল্প এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লট তারা পেয়েছেন প্রতি কাঠা মাত্র ২ থেকে ৩ লাখ টাকায়। বর্তমানে এসব প্লটের কাঠাপ্রতি দাম কোটি টাকার বেশি। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ বিক্রিও করে দিয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামেও প্লট বরাদ্দ হয়েছে। 

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত কোটা একটি বিশেষ শ্রেণিকে সুবিধা দিতে তৈরি করা হয়েছিল। প্লট তাদেরই দেয়া হয়েছে, যারা সরকারের অনুগত, তোষামোদকারী। অসামান্য অবদানের কথা বলে প্লট বরাদ্দের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App