×

অপরাধ

স্বদেশ প্রপার্টিজের কর্মীকে হত্যায় আশিয়ানের নজরুলের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম

স্বদেশ প্রপার্টিজের কর্মীকে হত্যায় আশিয়ানের নজরুলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

   

রাজধানীর খিলক্ষেতে গত সোমবার আশিয়ান গ্রুপের সন্ত্রাসী হামলায় নিহত হন স্বদেশ প্রপার্টিসের সিকিউরিটি গার্ড কাউসার দেওয়ান। এই ঘটনায় মামলা করেছেন কাউসার দেওয়ানের বোন মোর্শেদা খাতুন। 

মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, আনোয়ার হোসেন দেওয়ান, জামাই আনোয়ার, জিহাদ, শাহীন ভুঁইয়া, জাহিদুল ইসলাম ভুঁইয়া, সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার দুই নম্বর আসামি আনোয়ার হোসেন দেওয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, আত্মগোপনে থেকে প্রশাসনকে ম্যানেজ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া ও তার দুই ভাই।

আরো পড়ুন :  ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র মিছিলে বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মামলার এজাহারে বলা হয়, নজরুল ইসলাম ভূঁইয়া, তার ভাই জাহিদুল ইসলাম ভূঁইয়া ও সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্বাচলের ৩০০ ফিটের পাশে স্বদেশ প্রপার্টিজের কর্মরত লোকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দেশিয় অস্ত্র দা ও চাপাতি দিয়ে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কোপাতে থাকে। হামলায় স্বদেশ প্রপার্টিজের অনেকেই আহত হন। এদের মধ্যে সিকিউরিটি গার্ড কাউসার দেওয়ানকে মাথা, ঘার ও হাতের বাম পাশে কোপালে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

আশিয়ানের সন্ত্রাসীরা চলে যাওয়ার পর অন্য সিকিউরিটি গার্ড ও এলাকাবাসীরা মিলে কাউসারকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ প্রপার্টিজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আশিয়ান সিটির ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে যারা ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা হলেন, আব্বাস আলী, ওলীউল্লাহ, রাশেদুল, নুরুল্লাহ, ফাহিম, আনিস, জিহাদ, নুরুল, সাইফুল, জাহিদুল, মজিবর, রিয়াজসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App