×

অপরাধ

ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

ছবি: সংগৃহীত

   

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার লোকজন পিরোজপুর ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক এক মেম্বারের একটি ৪তলা ভবন দখল করে নিয়েছেন। এসময় বাড়ির লোকজনকে মারধর করে টেনেহিঁচড়ে বাইরে বের করা দেয়া হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়সহ ভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকারে পাচ্ছে না অসহায় পরিবারটি। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী সাবেক ইউপি মেম্বার মমতাজ বেগম। এসময় তার স্বামী তমিজ উদ্দিন, ছেলে মাহবুব হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মমতাজ মেম্বার জানান, ২০০১ সালে তিনি নিজের জমিতে ৪তলা ভবন নির্মণ করে বসবাস করে আসছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সকারের পতন ঘটে। ৬ আগস্ট সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, তার ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে জুয়েল, রিপন, আলী নূর, খোরসেদ ও বাবুসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ সন্ত্রাসী প্রথমে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট করে। এসময় মমতাজসহ পরিবারের লোকজনদের মারধর করে টেনেহিঁচড়ে বের করে দিয়ে ভবনটি দখল করে নেয় তারা। 

তিনি আরো জানান, তার বাড়ির আম, জাম, কাঁঠালসহ প্রায় ৬০ থেকে ৭০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় বিএনপির লোকজন। এখানেই শেষ নয়, বাড়ির প্রধান ফটক সংলগ্ন ভাড়া দেয়া ৩টি দোকানও ভাংচুর করে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ৭ থেকে ৮ ফুট উঁচু দেয়াল নির্মাণ করে তারা। বাড়ির প্রধান ফটক ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়ে ভবনের ভিতরের কেচিগেটসহ সব রুমে তালা লাগিয়ে দেয়। এই ঘটনার পর প্রতিকার চেয়ে ১১ আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৮ আগস্ট সোনারগাঁও থানা এবং ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না পরিবারটি।

মমতাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখন আমাদের বসবাসের কোনো জায়গা নাই। পরিবার নিয়ে বাইরে অবস্থান করতে হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষপ কামনা করছি, যাতে তদন্তপূর্বক আমার বাড়ি ফিরে পাই।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করতে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত মোবাইল (০১৭১৫৮৮৬০৭৭) নাম্বারে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করে কেটে দিয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App