×

অপরাধ

৪ দিন পর নিখোঁজ সহসমন্বয়ক হাসানের মিলল সন্ধান, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

৪ দিন পর নিখোঁজ সহসমন্বয়ক হাসানের মিলল সন্ধান, যা জানা গেল

ছবি : সংগৃহীত

   

চারদিন ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন এবং পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান।

এদিকে, খালেদ হাসানকে গুম করা হয়েছিল বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গণমাধ্যমে এ তথ্য জানান।

আব্দুল কাদের বলেন, খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। যখন আমি তার সঙ্গে একান্তে কথা বলি, তখন সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়।

খালেদের ভাষ্যমতে, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে টিএসসি থেকে রিক্সায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় অজ্ঞাত কারণে সে রিক্সাতেই জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে, যখন সে জ্ঞান ফিরে পায়, তখন নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে একটি মাইক্রোবাসে দেখতে পায়। এ সময় তার সাথে ২-৩ জন অন্য ব্যক্তি ছিলেন। এরপর, সে আবারো জ্ঞান হারায়।

দ্বিতীয়বার জ্ঞান ফিরে পেয়ে খালেদ নিজেকে পঞ্চগড়ের কোনো এক জায়গায় দেখতে পায়, তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার আজ (মঙ্গলবার) যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে, তাকে কেউ গাড়িতে তুলে দেয় এবং সে ঢাকা ফিরে এসে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পৌঁছায়।

খালেদ হাসানের মানসিক অবস্থা বর্তমানে ভালো নয় এবং তিনি কাউকে কিছু বলতে পারছেন না। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ জানান, আমি খালেদের সঙ্গে কথা বলেছি। সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে। পরে, আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানান।

অধ্যাপক ফারুক শাহ আরো বলেন, এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। সুস্থ হলে সে ঘটনার বিস্তারিত সবাইকে জানাতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App