ওয়াইজ ঘাট থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, হাত ঘড়ি, পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। ছবি : ভোরের কাগজ
রাজধানীর ওয়াইজ ঘাট এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদারের নেতৃত্বে ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ ।
এসময় ৪ ছিনতাইকারী থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮টি মোবাইল ফোন, ৪টি হাত ঘড়ি, একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গুলিস্তান, পল্টন, নয়াবাজার, তাঁতিবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও বিভিন্ন ধরনের গাড়ি, রিক্সা থেকে তারা ছিনতাই করে থাকে।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল, ঘড়িসহ নানা জিনিস ছিনতাই করে ওয়াইজ ঘাট সদরঘাট এলাকায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কোতোয়ালী থানা অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন : বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, বিকেলে জানাজা