×

অপরাধ

৩১৮ কোটি টাকা লেনদেন, স্ত্রীসহ সাবেক এমপি পাপুলের বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

৩১৮ কোটি টাকা লেনদেন, স্ত্রীসহ সাবেক এমপি পাপুলের বিরুদ্ধে চার্জশিট

ছবি : সংগৃহীত

   

দুর্নীতি দমন কমিশন (দুদক) লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে। চার্জশিটে পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামও আছেন। তাদের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩১৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চার্জশিট অনুমোদনের খবর নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। 

২০১৯ সালের ১১ নভেম্বর দুদক পাপুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৪৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে তদন্তে আরও বড় অঙ্কের অবৈধ সম্পদ এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। বর্তমানে তদন্তে পাপুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৩২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

এছাড়া ২০১২ থেকে ২০২০ পর্যন্ত পাপুল ও তার পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহজনক ৩১৮ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই লেনদেনগুলো অত্যন্ত অস্বাভাবিক ও সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।

দুদক এই মামলা তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাপুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় চার্জশিট অনুমোদন করেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App