×

অপরাধ

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতি, যুক্তরাজ্যে তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতি, যুক্তরাজ্যে তোলপাড়

ছবি : সংগৃহীত

   

যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক, তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের আরো কয়েকজন সদস্যের বিরুদ্ধে ৪০০ কোটি ডলার ঘুষ দেয়ার অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। ব্রিটেনের মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় তিনি এখন রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। 

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। এতে দেখা যায়, টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই করার সময় ক্রেমলিনে উপস্থিত ছিলেন। এ ভিডিওটি প্রকাশের পর ব্রিটেনের বিরোধী রক্ষণশীল দল টিউলিপের মন্ত্রী পদ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা দাবি করছে, এসব ঘটনা নিয়ে মন্ত্রী হিসেবে তার পদে থাকার সুযোগ নেই। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক বিশেষ প্রতিবেদনে জানায়, মন্ত্রী টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্বে আছেন। তবে তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি ও ঘুষের অভিযোগে তদন্ত চলছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে টিউলিপ, তার মা শেখ রেহানা সিদ্দিক এবং খালা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করছে। 

তদন্তের সূত্র মতে, বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ উঠেছে যে, টিউলিপ সিদ্দিক রাশিয়ার সঙ্গে ১০ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির মধ্যস্থতায় যুক্ত ছিলেন। এই চুক্তিটি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে ছিল, যা বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

বিশ্বরাজনৈতিক পরিস্থিতি বর্তমানে টানাপড়েনের মধ্যে রয়েছে, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর রাশিয়া ও যুক্তরাজ্যের সম্পর্ক তলানিতে চলে গেছে। যুক্তরাজ্য ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সাহায্য দিচ্ছে, যা রাশিয়ার কাছে বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

২০১৩ সালে ক্রেমলিনে শেখ হাসিনা ও পুতিনের উপস্থিতিতে চুক্তিটি সম্পাদিত হয়, এবং তখন টিউলিপ সিদ্দিকও সেখানে ছিলেন। এই চুক্তি নিয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে ১০ বিলিয়ন ডলারের আর্থিক ঘুষের অভিযোগ। রুশ সরকারের কাছ থেকে তৎকালীন শেখ হাসিনা সরকারের ঋণের প্রায় ৯০ শতাংশই ছিল ঘুষ হিসেবে। অভিযোগ রয়েছে, এই ঘুষের ৪০০ কোটি ডলার মালয়েশিয়ার ব্যাংকগুলোর মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। 

বিরোধী দলের সংসদ সদস্য জো রবার্টসন এ বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। তিনি বলেছেন, ‘‘এটা স্পষ্ট যে, কিছু জটিল প্রশ্ন উঠেছে, এবং তাদের উত্তর প্রয়োজন।’’ ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করেছে, টিউলিপ সিদ্দিক অবশ্য এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, এই অভিযোগ প্রথম মার্কিন ওয়েবসাইট ‘স্পুরিয়াস’ থেকে প্রকাশিত হয়।

একই সময়ে, টিউলিপের বিরুদ্ধে আরেকটি তদন্তও চলছিল যুক্তরাজ্যে। সংবাদমাধ্যম জানিয়েছে, টিউলিপ সিদ্দিক ১৪ মাস ধরে লন্ডনে তার আয়ের তথ্য গোপন করেছেন, যা ব্রিটিশ আইন অনুযায়ী প্রকাশ করতে হয়। ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টিউলিপ ২০ লাখ পাউন্ড মূল্যের পাঁচ কক্ষবিশিষ্ট একটি বাড়িতে বসবাস করছেন, এবং তিনি তার খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রদের সহায়তায় এই সম্পদ অর্জন করেছেন। 

এ বিষয়ে টিউলিপের দল, লেবার পার্টি, তাকে সমর্থন জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রেখেছেন। 

তবে, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনাকে ‘রোলমডেল’ হিসেবে উল্লেখ করলেও, এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার বিরুদ্ধে উঠা এসব অভিযোগ নিয়ে এখনো জনমনে অস্পষ্টতা রয়েছে, তবে বিরোধী দল তাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App