সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদকে সূত্রে এ তথ্য জানা গেছে।
সাবেক খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বেসরকারি নিয়োগ বাণিজ্য, স্কুলে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি, খাসজমি দখল, খাসপুকুর দখল নিয়োগ বাণিজ্য, জায়গা জমির কেনাবেচা, সরকারি কাজের ঠিকাদারি কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদ গড়েছেন। এ ছাড়া নামে-বেনামে ও পরিবারের সদস্যদের নামেও সম্পদ গড়েছেন তিনি।
আরো পড়ুন: ডাকাত দলের হাতে রূপালী ব্যাংক, গ্রাহকদের জিম্মি করে টাকা দাবি
নওগাঁ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন সাধন সাধন চন্দ্র মজুমদার। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান।
ধান ব্যবসায়ী হয়েও তার নির্বাচনী এলাকায় মানুষের মুখে মুখে তার অঢেল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।