সাবেক এমপির প্রিজন ভ্যানে হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম

রাজশাহী আদালত চত্বরে সাবেক এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের প্রিজনভ্যানে হামলা। ছবি: সংগৃহীত
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহা. আসাদুজ্জামান আসাদকে আদালত চত্বরে প্রিজনভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে প্রিজন ভ্যানের উপরে উঠে যায়।
তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
পরে দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক আরো দুটি মামলায় মোহা. আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন বিচারক। পরে আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ
নতুন যে দুটি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন।
অপর মামলার বাদীর নাম আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন। দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন এসআই।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় সাবেক এমপি আসাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। এই মামলা দুটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং আদালতে প্রডিউস করার সময় প্রিজন ভ্যানে উত্তেজিত জনতা আক্রমণ করার চেষ্টা করে। তবে আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স ছিল, কোনো সমস্যা হয়নি। পরে তাকে সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে।