কোটি টাকা ঋণ দেয়ার কথা বলে ঢাকায় গণজমায়েতের চেষ্টা, আটক ১১

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকায় আয়োজিত একটি সমাবেশে যোগ দিতে প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের গ্রামীণ নারী-পুরুষদের নিয়ে আসার চেষ্টা করেছে একটি চক্র। ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে, প্রতি ব্যক্তিকে এক লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। তাদের এই প্রলোভনে সাড়া দিয়ে শনিবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করেন সাধারণ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকা সহ বিভিন্ন স্থানে জনসমাগম ঘটানোর চেষ্টা করা হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেয়। সংগঠনটি আরও দাবি করেছিল যে, সমাবেশে যোগ দিতে গেলে তাদের কাছে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
এদিকে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে রোববার রাতে তিনটি যাত্রীবাহী বাস ও সাতটি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের আটকের ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে, এবং ৩টি বাস ও ৪টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা ঢাকায় গিয়ে ফরম পূরণ করিয়ে হতদরিদ্র মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে।
একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে আরো বিপুলসংখ্যক মানুষ ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। একটি বাসের চালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি তাদের বাস ভাড়া করেছিলেন, কিন্তু তারা গাড়ি থেকে সটকে পড়েন।
এছাড়া, ছোট শিশু কোলে নিয়ে এক নারী জানান, তিনি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন, যেখানে তারা দাবি করবেন যে, দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য ড. মুহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেবেন। এই অর্থ থেকে তারা গ্রামের নারী-পুরুষদের এক লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার আশ্বাস পেয়েছেন।
স্থানীয় যুবক মোরশেদ আলম জানিয়েছেন, ৫ আগস্টের কিছুদিন পর থেকে একটি চক্র সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে গ্রামবাসীদের সংগঠিত করছিল, এবং রোববার রাতে ওই চক্রের আহ্বানে শত শত নারী-পুরুষ ঢাকায় ছুটে যাচ্ছিলেন।