সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের জামিন, যা বললেন জেড আই খান পান্না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

ছবি: ভোরের কাগজ
গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) তার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স ও নাজমুস সাকিব।
জেড আই খান পান্না বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন। এর আগে ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাসান।