নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে নির্বাচনের পথ খুলে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। মঙ্গলবার (১২ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেয়া ৭ বছরের সাজা হাইকোর্টে স্থগিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হতে পারবেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খালেদা জিয়াকে সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে তার আইনজীবীরা বলছেন, সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান বিএনপি চেয়ারপারসন। তিনি অনুকম্পা চান না। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমার আবেদন করেননি। সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান। অন্যথায় স্বীকার করে নেয়া হবে, তিনি অপরাধ করেছিলেন।
সংবিধান অনুযায়ী, ফৌজদারি অপরাধে কারও দুই বছরের বেশি সাজা হলে, মুক্তিলাভের পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। যে কারণে খালেদা জিয়া ২০১৮ সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেও প্রার্থী হতে পারেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জিয়া অরফানেজের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর বাধা থাকবে না। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি।
খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।আগামী নির্বাচন কবে– তা নিশ্চিত নয়। তবে বিএনপি নেতারা বারবারই বলছেন, নির্বাচনে থাকবেন দলীয় প্রধান। তাদের আশা, খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।