আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া (৫৫), জেলা ভ্যান রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা দুলাল মিয়া (৪৮), সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের শওকত মিয়া (২৭) ও ৪নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা সুমন মিয়া (৩৫)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তাররা সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: ফের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম