শাহজালালে ৭ কেজি স্বর্ণের বার জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ। ছবি: সংগৃহীত
৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ৭ কেজি ওজনের এই স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ব্যাংকক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) বিকেল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন। অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা।
এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা।
বান্ডিল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। যাতে উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন দাঁড়ায় ৬ কেজি ৯৬০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
এখনো এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।