মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পিএম

ছবি: ভোরের কাগজ
ডিএমপির মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সুপার শপটিতে ও মোবাইল ব্যাংকিং এর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব-২ এর সহকারী পরিচালক মিডিয়া শিহাব করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বছিলায় একটি সুপার শপে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।
দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিলো। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা নিয়ে যায় ডাকাত দল।
গত কয়েকদিন ধরেই মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।