সজ্জন রাজনীতিক সাবের হোসেন চৌধুরী রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম

ফাইল ছবি
জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এবং সজ্জন রাজনীতিক হিসেবে সব মহলে নন্দিত সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীরকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ২০২২ সালে সমাবেশে পুলিশের হামলায় মকবুল নামে এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (৭ অক্টোবর) সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। এ সময় শুনানিতে বিএনপির আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, সাবের হোসেন চৌধুরী অবৈধ সরকারের এমপি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছের মানুষ ছিলেন। তিনি এক সময় আওয়ামী লীগের নীতিনির্ধারক হয়ে যান। ছাত্র আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে যে মিটিং করেন, সেখানে সাবের হোসেন চৌধুরী ছিলেন।
এ সময় আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছে তার সঙ্গে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্পৃক্ততা নেই। আপনি বিচার বিশ্লেষণ করে দেখুন। শুনানি শেষে বিচারক সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী সর্বশেষ রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। বিগত সরকারের মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন সাবের হোসেন চৌধুরী। তখন তিনি উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।