হাসপাতালে কাজী জাফর উল্যাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাজী জাফর উল্যাহকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বাসায় থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করছিলেন। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। অসুস্থবোধ করায় তাকে বুধবার রাতে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন, বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলমান রয়েছে।
আরো পড়ুন : কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার