×

অপরাধ

সালমান এফ রহমানের নিয়োগ

খাদ্য অধিদপ্তরে লুটপাট করেও বহাল তবিয়তে আবদুল্লাহ আল মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম

খাদ্য অধিদপ্তরে লুটপাট করেও বহাল তবিয়তে আবদুল্লাহ আল মামুন

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন

   

রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৩ সালের ১৭ আগস্ট খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে অবসরে পাঠানো হয়। সেই অবসর প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন এখনো খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঝুলছে। কিন্তু অবসরে পাঠানোর ঠিক ১৭ দিনের মাথায় ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সুপারিশে পুনরায় তাকে একই অধিদপ্তরের একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। 

শেখ হাসিনার সরকার পতন হলে বিভিন্ন মন্ত্রণালয়ের নানান দুর্নীতিবাজ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হলেও বহাল তবিয়তে রয়েছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এই আব্দুল্লাহ আল মামুন। 

খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ১৭ আগস্ট ২০২৩ সালে প্রকাশিত রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শ্রাবস্তী রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লেখা আছে, আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর, ঢাকা-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ১৩.০৯.২০২৩ খ্রি. হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠার) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১৪.০৯.২০২৩ হতে ১৩.০৯.২০২৪ খ্রি. পর্যন্ত ০১(এক) বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর এবং অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এর ঠিক ১৭ দিন পর ৩ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রকাশিত রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লেখা আছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুল্লাহ আল মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সুপারিশে পুনরায় তাকে একই অধিদপ্তরের একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। আর তার নিয়োগের পরেই প্রতিদানে স্বরূপ ডিজিটাইজেশন অব পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রকল্পের নামে ২৬৭ কোটি টাকা বেক্সিমকো গ্রুপকে দেন আবদুল্লাহ আল মামুন। এছাড়া বিশ্বব্যাংকের ৪ হাজার কোটি টাকার আধুনিক খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের নামে চলে বেপরোয়া লুটপাট।

অন্তর্বর্তী সরকার একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলেও এখনো আড়ালে রয়েছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন। খাত সংশ্লিষ্টরা বলছেন, অবিলম্বে মামুনকে সরিয়ে আইনের আওতায় আনলে চাঞ্চল্যকর অনেক তথ্য বেরিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App