কল্যাণপুরে খালি ফ্ল্যাটে মিলল ১৬ ককটেল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি খালি ফ্ল্যাট থেকে ১৬ পিস তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর পাওয়ার একটি ম্যাসেজ আসে আমাদের কাছে। ঘটনাস্থল থেকে ১৬ পিচ তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া তথ্য পেয়েছিল পুলিশ । পরবর্তীতে ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম পাঠিয়ে ১৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়।