বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

অভিযুক্ত আলমগীর (ছবি: ভোরের কাগজ)
নাটোরের বাগাতিপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আলমগীর (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অভিযুক্ত আলমগীরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (১৪ নভেম্বর) তাকে আটক করে পুলিশ। আলমগীর উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া হাজামপাড়া গ্রামের মকছেদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১২ নভেম্বর) দুপুরে প্রতিবেশী আলমগীরের মেয়ের সাথে খেলার ছলে তার বাড়িতে যায় ওই শিশুটি। ভ্যান চালক আলমগীর বাড়িতে এসে তার মেয়ের সাথে খেলতে দেখে শিশুর হাত ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে বিভিন্ন ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয়। অভিযুক্ত আলমগীরের ছোট ভায়ের বউ বিষয়টি টের পেয়ে ঘরে ডুকে শিশুটিকে বকাঝকা দেয়। শিশুটি বাড়ি গেলে তার কাছে বকাঝকার কারণ জানতে চাইলে ঘটনাটি খুলে বলে তার মাকে। এ ঘটনায় শিশুর মা সোমবার বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শিশুর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।