অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪ রোহিঙ্গা আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০২:৫৫ পিএম

শুক্রবার অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। ছবি: সংগৃহীত
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব। এসময় তাদের পাচারে জড়িত দুই দালাল এবং একজন স্থানীয় আটক করা হয়। আজ শুক্রবার (২৫ মার্চ) ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এসময় তাদের একটি ট্রলার জব্দ করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরও জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটককৃত রোহিঙ্গাদের। ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।