রামগড়ে ছদ্মবেশী র্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ পিএম

ছদ্মবেশী র্যাবের হাতে আটককৃত মিলন ও সোহেল। ছবি; ভোরের কাগজ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ছদ্মবেশী র্যাবের অভিযানে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাদা পোশাকধারী র্যাব সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- আব্দুর রহিম মিলন (২৭) ও আমিনুল হক সোহেল (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের সাদা পোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতা সেজে মাস্টারপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে বসে মিলন ও সোহেলের কাছে অস্ত্র কেনার সময় সাদা পোশাকধারী আরও কয়েকজন র্যাব সদস্য ওই দোকানে অবস্থান নেন। এক পর্যায়ে ছদ্মবেশী র্যাবের সদস্যরা মিলনের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন এবং সোহেলের কাছে দুই রাউন্ড তাজা গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করে তাদের ফেনীতে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত আটটার দিকে তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফেনী র্যাব-৭ এর নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।