ছদ্মবেশে ১৭ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ
সাংবাদিক বেশে ১৭ বছর আত্মগোপনে থাকার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ওরফে কামাল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানায়, সোনারগাঁওয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফ হোসেন কামাল। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে সাভারের আশুলিয়ায় নিজের পরিচয় বদলে সে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১৭ বছর ধরে সে সাভারে আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে র্যাব ১১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। তিনি নিজকে সাভার আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিতেন।
এ বিষয়ে শুক্রবার কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানায় র্যাব।