×

ক্রিকেট

জ্বলে উঠলেন অলরাউন্ডার সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:২০ এএম

জ্বলে উঠলেন অলরাউন্ডার সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

   

এবার ব্যাটিং ও বল দুই বিভাগেই ছন্দ খুঁজে পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সাকিবের পাশাপাশি শরীফুল ইসলাম তার ছন্দ ধরে রেখেছেন। দুই বাংলাদেশির দুর্দান্ত পারফরম্যান্সে ছুটছে বাংলা টাইগার্স মিসিসাউগার জয়রথ।

মঙ্গলবার (৩০ জুলাই) ব্রাম্পটনে সিএএ সেন্টারে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলা টাইগার্স। টরন্টো ন্যাশনালসের বিপক্ষে সাকিব বোলিং করলেন ডেথ ওভারেও। ৪ ওভারে ৩০ রান দিয়ে, উইকেট পেয়েছেন ১টি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাকিব। ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। 

টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টরন্টো ন্যাশনালস অধিনায়ক কলিন মুনরো। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে বাংলা টাইগার্স। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টরন্টো। একই সঙ্গে বাড়তে থাকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলার চাপ। শেষ ওভারে হাতে ৪ উইকেট নিয়ে টরন্টোর দরকার হয় ১৮ রান। আলী খানের বেহিসেবি বোলিংয়ে চূড়ান্ত ওভারে আসে ১৫ রান। দুটি ওয়াইডের সঙ্গে নো বলে একটি চার হজম করেছেন তিনি। 

বাংলা টাইগার্সের ২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ভিসে। সাত নম্বরে নেমে ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। বোলিংয়ে ২৮ রানে নিয়েছেন এক উইকেট। ৪ ওভারের বোলিংয়ে এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

আরো পড়ুন : পাকিস্তান শাহিনসকে হারিয়ে যা বললেন জয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App