প্রয়াত আওয়ামী লীগ নেতা খন্দকার আসাদুজ্জামানের ৮৬তম জন্মদিন পালন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৯:১৮ পিএম

আওয়ামী লীগের প্রয়াত নেতা খন্দকার আসাদুজ্জামানের জন্মদিনে কেক কাটছেন ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল, মেয়ে তামান্না জামান হক। ছবি : ভোরের কাগজ

বক্তব্য রাখছেন

খন্দকার আসাদুজ্জামানের জন্মদিনে উপস্থিত ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রয়াত নেতা খন্দকার আসাদুজ্জামানের ৮৬তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে টাঙাইলের গোপালপুর উপজেলার নারুচীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আসাদুজ্জামানের মেয়ে টাঙাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক।
[caption id="attachment_314329" align="aligncenter" width="700"]
বক্তব্য রাখেন খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল, মেয়ে তামান্না জামান হকসহ আরও অনেকে।
[caption id="attachment_314330" align="aligncenter" width="700"]
খন্দকার আসাদুজ্জামান টাঙাইল-২ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২০ সালের ২৫ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।