বান্দরবানে উদযাপিত হল ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ উৎসব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৩:৩৯ পিএম

বান্দরবানে প্রবারণা উৎসবকে ঘিরে বৌদ্ধ বিহারগুলোতে চলছে ফানুস উড়ানোর উৎসব। ছবি : সংগৃহীত
বান্দরবানে উদযাপিত হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ উৎসব। সাধারণত এ উৎসব চার দিনব্যাপী উদযাপন করা হয়। করোনা মহামারির কারণে এবার সংক্ষিপ্ত করে দুদিনে উদযাপন করা হয়েছে।
গত বুধবার এই উৎসব শুরু হলেও বান্দরবানের মারমারা বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ‘মাহা মঙ্গল রথ যাত্রা’ ও শত শত ফানুস উড়ানোর মধ্য দিয়ে উৎসবে মেতে উঠেন।
‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ বা শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও সমধিক পরিচিত। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজ বিহারে বর্ষাবাস পালন করেন।
দীর্ঘ তিন মাসের বর্ষাবাস শেষে এ দিন ভিক্ষুরা তাদের নিজ নিজ দোষত্রুটি অন্য ভিক্ষুদের কাছে প্রকাশ করেন এবং একে অন্যকে ক্ষমার আহবান জানান। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, এ পুণ্যময় পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ মানব জাতির সুখ, শান্তি ও কল্যাণে স্বধর্ম প্রচারের জন্য ভিক্ষু সংঘকে নির্দেশ দেন।
এ দিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস ওড়ানোসহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়।