চাটমোহরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৬:২৯ পিএম

আজ দুপুরে চাটমোহর সরকারি কলেজে এক অনুষ্ঠানে এ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: ভোরের কাগজ
পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০জুলাই) দুপুরে চাটমোহর সরকারি কলেজে এক অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক অসহায় দুস্থ কর্মহীন মানুষকে এই ঈদ উপহার দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা মহিলা ভাইস চেয়ানম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা মাহবুব এলাহী বিশু, মো: শামসুজ্জোহা, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহিদুল ইসলাম শাহেদ, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, খন্দকার কিংশুক হোসেন মিশর, রজব আলী বাবলু, ফরহাদ নাসিম উপস্থিত ছিলেন।