×

সারাদেশ

ভেঙে পড়ল গোপালপুরের সেই সেতুটি, দুর্ভোগে হাজারো মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৪:৫০ পিএম

ভেঙে পড়ল গোপালপুরের সেই সেতুটি, দুর্ভোগে হাজারো মানুষ

শুক্রবার ভোরে টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের বৈরাণ নদীর উপর মরণফাঁদ সেতুটি ভেঙে পড়ে। ছবি: ভোরের কাগজ

   

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের কালী মন্দির সংলগ্ন বৈরাণ নদীর উপর ব্যস্ততম মরণফাঁদ সেতুটি ভেঙে পড়েছে। শুক্রবার (১১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আসাদুল হক মাসুম জানান, কোন রকম নড়বড়েভাবে দাঁড়িয়ে থাকা এ সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর যানবাহন পারাপার হতো। কিন্তু ফজরের নামাজের পরপরই সেতুটি ভেঙে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ১৯৯২ সালে বৈরাণ নদীর দুই পাড়ের জনগণের যোগাযোগ সমস্যা সমাধানে পৌর শহরের কোনাবাড়ী বাজার ও কালীমন্দির পয়েন্টে এলজিইডি এ সেতুটি নির্মাণ করে। নদীর দুই পাড়ে হাট-বাজার, পৌর মার্কেট ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় যোগাযোগ ও পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত বছর সেতুটির নিচে থেকে মাটি সরে যাওয়ায় সেতুর পিলার আলগা হয়ে যায়। এক পাশের রেলিং ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে অস্থায়ী রেলিং বানানো হয়। সেতুটির পাটাতনে বড়ো বড়ো গর্ত হওয়ায় ছোট ছোট যানবাহন পারাপারেও সেতুটি দুলতে থাকতো। রেলিংবিহীন এ সেতুটি পারাপারে প্রায়ই ঘটতো মারাত্মক দুর্ঘটনা।

যে কোনো সময় সেতুটি ধসে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করে, পৌরসভা কার্যালয় থেকে ১৫০ গজ দূরে এ ব্যস্ততম সেতুটি সংস্কারে কর্তৃপক্ষকে বারবার পদক্ষেপ গ্রহণ করার কথা বলে আসছিল স্থানীয় বাসিন্দারা। মরণফাঁদ হয়ে কোন রকম দাঁড়িয়ে থাকা এ সেতুটি দ্রুততার সঙ্গে ভেঙে একই স্থানে একটি প্রশস্ত সেতু নিমার্ণের দাবিও জানানো হয়।

গোপালপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, পৌর শহরের কালী মন্দির সংলগ্ন বৈরাণ নদীর উপর সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে নতুন করে সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App