পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৩:৪৬ পিএম

রাজশাহীতে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে
রাজশাহী নগরীর সিটি বাইপাস গরুরহাটের পাশে পরিত্যাক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। রাজশাহী মেট্রেপলিটন পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, অপরাধীকে চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে।
শুক্রবার (১৬ এপ্রিল) স্থানীয় একজন কৃষক জমিতে পানি দিতে গিয়ে ডোবায় একটি ড্রাম ভাসতে দেখেন। এরপর তিনি ওই ড্রামটি ভাঙ্গার চেষ্টা করেন। এ সময় তিনি ড্রামের ভেতর পা দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে তার বয়স ২৩ থেকে ২৫ বছর হতে পারে। অন্য কোথাও হত্যা করে মৃত দেহটি সিটি বাইপাস হাটের পাশে ডোবার মধ্যে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো সাইফুল সরকার জানান, একটি পরিত্যাক্ত ডোবা থেকে যুবতী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। কে বা কারা কেন হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুসারে পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।