×

সারাদেশ

হাকিমপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১০:২৭ এএম

   

যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নে হাসু (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই লাশটি নামিয়ে ফেলেছেন হাসুর শাশুড়ি। জানিয়েছেন থানা থেকে ঘটনাস্থলে আসা এসআই এনামুল। হাসু চাকলা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী।

গত ১০/১২ দিন আগে আলাউদ্দিন দুবাই ঘেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন হাসুর পিতা মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, আমার জামাইয়ের বাড়ি একই গ্রামে। আজ ১০ বছর আমার মেয়ের বিয়ে হয়েছে। আমি বিপদে পড়ে জামাইয়ের কাছে ১ লাখ ৪০ হাজার টাকায় একটু জমি বিক্রি করেছিলাম। আমার বাড়িতে বেড়াতে গিয়ে শনিবার সে আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে পারবো না জানিয়ে বলি জমি অন্য কোথাও বিক্রি করে দেন। ওই ঘটনায় জামাই আলাউদ্দিন আমার মেয়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি চলে আসে। সকালে শুনছি আমার মেয়ে মারা গেছে। সেখানে এসে দেখি তার হাত ও পায়ের রগ কাটা। গায়ে খেজুরের কাটা ফোটানো আছে। তাকে আঘাত করে মেরেছে বলেও দাবি করেন মোহাম্মদ উল্লাহ।

ঘটনাস্থলে উপস্থিত হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিলন,ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়রত আলীসহ উপস্থিত সকলেই এটাকে হত্যাকাণ্ড বললেও ঘটনা তদন্ত না করে কিছু বলতে নারাজ এসআই এনামুল। তবে এসআই এনামুল জানিয়েছেন হাসুর দেহ একতলা ঘরের চিলে কোঠার আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝোলানো ছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যথা স্বীকার করে বলেন, লাশের বাম হাত ও বাম পায়ের রগ কাটা আছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App