চসিক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা চাইলেন রেজাউল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মো: রেজাউল করিমচৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ
নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চসিক নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে এ শুভেচ্ছা জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা
ফুলেল শুভেচ্ছাগ্রহণের পর তাদের উদ্দ্যেশ্যে নব নির্বাচিত মেয়র মো: রেজাউল করিমচৌধুরী বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আপনাদের সততা, কর্তব্য ও নিষ্ঠা একান্তভাবে প্রয়োজন।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী প্রথম ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাকিছু করতে চাই- সেই আলোকে সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশাকরি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ন কবির চৌধূুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু,অতিরিক্ত প্রধানপরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) মীর্জা ফজলুল কাদের।