×

সারাদেশ

থানচিতে চাঁন্দের গাড়ি পাহাড়ের খাদে, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৫:২০ পিএম

থানচিতে চাঁন্দের গাড়ি পাহাড়ের খাদে, নিহত ৩

ছবি: প্রতিনিধি

   

বান্দরবানে থানচিতে চাঁন্দের গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে ধুমড়ে মুচড়ে গেছে। ঘটনা স্থলে চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় থানচি লিটক্রে সড়কে ওয়াক চাক্কু ম্রো পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহতরা হলেন, সাতকানিয়া চট্টগ্রামে বাসিন্দা আশু (৫০), রুমা বাকলাই পাড়া বাসিন্দা লালসিম এল বম (২৫), চকরিয়া বাসিন্দা মো. হোসেন (৫৫)। আহতরা হলেন, রুমা বাকলাই পাড়া বাসিন্দা সুমতন বম (৫০), কুচপাড়ী চকরিয়া বাসন্দিা মো. নাছির (২৮), নরসিংহপুর ফকিরহাট বাসিন্দা মো. মাইউদ্দিন (৩৫), টুঙ্গিপাড়া গোপালগজ্ঞ বাসিন্দা মো. সাইফুল ইসলাম ৩৫, মো. সাদ্দাম হোসেন (৪০)।

[caption id="attachment_261667" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

পুলিশ সূত্রে জানান যায় , বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কে ১৭ কিলোমিটার হতে থানচি সদর উদেশ্যে সড়ক উন্নয়ন কাজের নিয়োজিত ঠিকাদারে নিয়োগকৃত ৫ জন শ্রমিক ও মাও শিশুসহ ৩ জন স্থানীয় বাকলাই পাড়া বাসিন্দা নিয়ে থানচি সদরে রওনা হয়। পথেমধ্যে ওই মা ও শিশুটি নেমে পড়ে। ড্রাইভারসহ অপর ৮ জন দুর্ঘটনা কবলিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা মনে করেন, বেপরোয়া গাড়ি চালানো এবং ড্রাইভারদের অসচেতনতা কারণে প্রতিনিয়তই বান্দরবানে থানচির জনগুরুত্বপূর্ণ সড়কগুলিতে দুর্ঘটনায় অনেককে অকালে প্রাণ দিতে হয়েছে ।

থানচি থানা অফিসার ইনচার্জ মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করে ঠিকানা পৌঁছানো ব্যবস্থাসহ আহতদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন, চেয়ারম্যানসহ মেডিকেল কর্মকর্তার পরামর্শে সুব্যবস্থা গ্রহণ করব।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর ৫ জনের চিকিৎসা করা সম্ভব হয়নি। তাদের বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App